kalerkantho

অন্তর্জালে ফ্যাশন

দেশে বা দেশের বাইরে কী চলছে ফ্যাশন ট্রেন্ড—আঙুলের স্পর্শেই জানা যায় সব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারকাদের চলতি ফ্যাশনের খবর

১৮ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅন্তর্জালে ফ্যাশন

নাটকের শো করতে কলকাতা গেছেন তানভীন সুইটি। ঘুরতে বেরিয়েছেন ঢিলেঢালা টি-শার্টে। কালো পোশাকে লিপস্টিকে বেছে নিয়েছেন কনট্রাস্ট বোল্ড রং লাল

চ্যাপলিন হ্যাট, সাসপেন্ডারস শার্ট, হাতে ঘড়ি। চড়ে বসেছেন ৫০ সিসি হোন্ডায়। জোভানের লুক একেবারে পারফেক্ট রেট্রো!

গয়নায় চোকার হার রাজত্ব করছে এখন। সাফা কবিরই বা বাদ যাবেন কেন?

সাগরপারে আরামদায়ক টি-শার্ট রওনক হাসানের পছন্দের আউটফিট। আর অনুষঙ্গে সানগ্লাস তো মাস্ট!

ছেলেদের চুলে রং এখন দেখা যায় হামেশাই। শাহরুখ খান বেছে নিলেন চলতি সে ট্রেন্ড

মন্তব্য