kalerkantho

অন্তর্জালে ফ্যাশন

দেশে বা দেশের বাইরে কী চলছে ফ্যাশন ট্রেন্ড—আঙুলের স্পর্শেই জানা যায় সব। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তারকাদের চলতি ফ্যাশনের খবর

৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘দেবী’ ছায়াছবির প্রচারণায় দেশের নানা প্রান্তে যাচ্ছেন জয়া আহসান, শবনম ফারিয়া। সঙ্গে যেখানে মেকআপ আর্টিস্ট যাচ্ছেন না, সেখানে একজন হচ্ছেন অন্যের সহায়

ছুটির দিনে খোশমেজাজে তৌসিফ মাহবুবের খাদি পাঞ্জাবির কলারে আছে সুতার বুনন

কালো জমিনে সোনালি পাড়ের কাতান শাড়ি পরে রুনা খান যে অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানকার ডেকরও একই কালার কম্বিনেশনের বলে ছবি তুলতে একেবারেই ভুল করেননি তিনি

বিশ্বখ্যাত ফ্যাশন হাউস লুই ভুটোঁ দিল্লিতে তাদের শোরুমে নিয়ে এসেছে ‘রেডি টু ওয়্যার কালেকশন ইন ইন্ডিয়া’। লঞ্চিং অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। তাঁর ভাষায়—পোশাকগুলো ‘ফান আউটফিট’!

মন্তব্য