kalerkantho

অন্তর্জালে ফ্যাশন

দেশে বা দেশের বাইরে কী চলছে ফ্যাশন ট্রেন্ড—আঙুলের স্পর্শেই জানা যায় সব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারকাদের চলতি ফ্যাশনের খবর

২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলেইস ফ্যাশনের চলতি হাওয়ায় ভেসেছেন তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠে এসেছে তারই প্রতিচ্ছবি

♦  মুমতাহিনা টয়া পরেছেন সাদা জেগিংসের সঙ্গে লেইসের পিচরঙা শর্ট টপস

♦ একটি প্রসাধনী পণ্যের ব্রান্ড অ্যাম্বাসাডর হয়ে লঞ্চিং অনুষ্ঠানে মেহজাবিন বেইজ গাউনের সঙ্গে পরেছেন একই রঙের লেইস কটি

♦গাউনের সঙ্গে সাদা-সোনালির মিশেলে পরা ওড়নাটি সাফা কবিরকে দিয়েছে স্টানিং লুক


লেইস ম্যাটেরিয়ালের বড় ভক্ত দীপিকা পাড়ুকোন। কখনো ছবির প্রিমিয়ারে, আবার কখনো ব্যক্তিগত অনুষ্ঠানে—নানা সময়ে তাঁকে দেখা গেছে এই লেইসের পোশাকে। হোক তা শাড়ি বা টপস

 

মন্তব্য