kalerkantho

প্রিয় খাবার

দেশি মাছ বেশি পছন্দ

মেহের আফরোজ শাওন

২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশি মাছ বেশি পছন্দ

মায়ের রান্না করা যেকোনো খাবার আমার পছন্দ। নিজে এখন রান্না কম করি। মায়ের বাসায় বেড়াতে গেলে মা আমার পছন্দের পদগুলোই করেন। আয়েশ করে খাই। আমার বেশি পছন্দ দেশি মাছ। এর মধ্যে ইলিশ, পাবদা, কই অন্য সব মাছের চেয়ে এগিয়ে। আমি ছোটবেলায় মাছ খেতাম না। পরে খেতে শুরু করে বুঝলাম মাছের মজা! মায়ের বাসায় গেলেই মা বেশি করে তাজা মাছ কেনেন। সবজি একেবারেই পছন্দ করি না। মাষকলাইয়ের ডাল খেতে ভালোবাসি। গরুর মাংস, সরিষা বাটা দিয়ে যেকোনো মাছের তরকারি পছন্দ। কোথাও বেড়াতে গেলে সেখানকার স্থানীয় খাবার চেখে দেখতেও পছন্দ করি।

কথা বলেছেন : আতিফ আতাউর

 

মন্তব্য