kalerkantho


মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াব

সূষমা সরকার অভিনেত্রী

১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াব

দুর্গাপূজা এবার ঢাকায় করব। প্রিয়জনদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াব। বন্ধু স্বাগতা, রাশেদ জামান, শ্রাবণীদের সঙ্গেও ঘুরতে যাব। উত্সব উপলক্ষে সবার জন্য শপিং করেছি। নিজের জন্য লাল পাড়ের সাদা শাড়ি কিনেছি। পাঁচ দিনের উত্সবে এক দিনের জন্য অন্তত এমন একটি শাড়ি আমার চাই-ই চাই। এবার অনলাইন থেকে শাড়ি কিনেছি। পূজায় কাছের মানুষদের নিজের হাতে রেঁধে খাওয়াতে পছন্দ করি। পূজায় মাছ, মাংস খাওয়া হয় না। শুধু দশমীর দিন ইলিশ-পোলাও কিংবা খিচুড়ি খাওয়া হয়। অন্য সব দিন নিরামিষ আয়োজন করা হয়। যে বাড়িতে পূজা হয়, সেখানে চারবেলা খাওয়ার জন্য প্রসাদ থাকে। লুচি, লাবড়া, পায়েস, আলুর দম, বেগুনভাজি রান্না করব। 

কথা বলেছেন : আতিফ আতাউর

 মন্তব্য