kalerkantho


প্রিয় খাবার

সরষে ইলিশ ও টাকি মাছ ভর্তা

কর্নিয়া,সংগীতশিল্পী

১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সরষে ইলিশ ও টাকি মাছ ভর্তা

সবচেয়ে প্রিয় খাবার সরষে ইলিশ। বৃষ্টির দিনে সরষে ইলিশের সঙ্গে ধোঁয়া ওঠা গরম ভাতের কোনো জুড়ি নেই। এর পরই টাকি মাছ ভর্তা। এটাও গরম ভাতের সঙ্গে ভালো লাগে। যেকোনো শুঁটকি মাছের ভর্তাও খুব প্রিয়। চিংড়ি মাছের তরকারি, আম্মুর রান্না যেকোনো খাবারই পছন্দের। তবে এগিয়ে রাখব পোলাও। ঘুরতে গিয়েও বিভিন্ন জায়গার খাবার চেখে দেখতে ভালোবাসি। কক্সবাজারের লইট্যা মাছের ভুনা তো জিভে লেগে আছে। থাইল্যান্ডে গিয়ে ভালো লেগেছে সামুদ্রিক মাছের আইটেম। বার্গার ও পিত্জাও ভালো লাগে। 

কথা বলেছেন : আতিফ আতাউর

 

 মন্তব্য