kalerkantho


তারকার ঈদ

ঈদে সবার জন্য নিজে রান্না করব

হাসিন রওশান জাহান মডেল

২০ আগস্ট, ২০১৮ ০০:০০ঈদে সবার জন্য নিজে রান্না করব

পরতে পছন্দ করি সালোয়ার-কামিজ ও কুর্তি। হালকা নকশা কিন্তু লুক অভিজাত—এমন পোশাক বেছে নিই। ঈদে ফ্যাশন হাউসগুলোর কালেকশন ভালো থাকে। কোরবানির ঈদে এবার অনেকগুলো পোশাক কিনেছি। ঈদের দিন কাজ থাকে। তাই আরাম পাওয়া যাবে এমন পোশাক পরব দিনে। বেড়াতে গেলে পরব সিল্কের সালোয়ার-কামিজ।

পোশাকের মতো আমার পছন্দের খাবারও বেশ সাধারণ। ভাত-ডাল আর মুরগির মাংস হলেই চলে। মাটির চুলার রান্না পছন্দের, গরুর মাংস হলে তো কথাই নেই। ঈদে গরুর মাংস আর সালাদ দিয়ে আয়েশ করে ভাত খাওয়ার প্লান। রান্না করতে পছন্দ করি। ঈদে বাড়ির সবার জন্য নিজেই রান্না করব। থাকবে বিস্কিট, পুডিং, জর্দা, সেমাই, পায়েস, চিকেন রেজালা, কোরমা, গরুর মাংস, ভেজিটেবল, পোলাও। ডেজার্ট আইটেম ঈদের আগের দিন বানিয়ে রাখব। আর অন্য রান্না ইদের সকালে করব।

কথা বলেছেন: নাঈম সিনহা

 

 মন্তব্য