kalerkantho


চিংড়ি দিয়ে মুলা শাক

ফাহমিদা নবী, সংগীতশিল্পী

৩০ জুলাই, ২০১৮ ০০:০০চিংড়ি দিয়ে মুলা শাক

সকালে দুধ-চায়ের সঙ্গে বাসায় তৈরি আটার রুটি খাওয়া হয়। তবে সকালের প্রিয় নাশতা হলো খাস্তা পরোটার সঙ্গে সুজির হালুয়া ও সবজি। ভাত কম খাই। মাছ আর সবজি বেশি খাই। যেকোনো মাছ ভাজা-ভর্তা বা দোপিয়াজা ভালো লাগে। মৌসুমি সবজি পছন্দ। চিংড়ি দিয়ে মুলাশাক সবচেয়ে পছন্দ। কম ঝোলের তরকারি বেশি খাই। করলার ভাজি-ভর্তা দুটিই পছন্দ। শুকনা মরিচ, বাদাম, রসুন ও কালিজিরার ভর্তাও পছন্দ। প্রায়ই খাই টমেটো, শসা ও গাজর দিয়ে ডিম ভাজি। বাইরে জাপানিজ খাবার পছন্দের। সুসি, টেম্পুরা তিন বেলা দিলেও খেতে রাজি।

কথা বলেছেন: নাঈম সিনহামন্তব্য