kalerkantho


অন্তর্জালে ফ্যাশন

দেশে বা দেশের বাইরে কী চলছে ফ্যাশন ট্রেন্ড, তা দেখতে এখন আর খুব একটা কষ্ট করতে হয় না। আঙুলের স্পর্শেই মিলে যায় সব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই তারকাদের চলতি ফ্যাশনের খবর মেলে

৯ জুলাই, ২০১৮ ০০:০০অন্তর্জালে ফ্যাশন

কালোয় আলো হয়ে উঠেছেন মডেল তানভীন সুইটি ও রিপন দম্পতি। ঐতিহ্যবাহী শাড়ির বরাবরের ভক্ত সুইটি। তসর জমিনে জুটের বুননের কালো শাড়িটির সঙ্গে কানে পরেছেন ঢাউস বালি। অনুষঙ্গে নেই তাই বাড়তি কিছু। চুলে খোঁপার বাঁধন আর কপালে ছোট্ট কালো টিপেই সম্পূর্ণা সুইটি। রিপনের কালো পাঞ্জাবিকে হাইলাইট করেছে লাল কটি

পিওর শিফনে গোটা পাত্তি এমব্রয়ডারি দারুণ জনপ্রিয় এ সময়। অভিনয়শিল্পী মুমতাহিনা টয়ার লেবুরঙা শাড়িতে দেখা মিলল তাঁর। কুন্দনের চাঁদবালি গয়নার সঙ্গে হাতে সরু রুলি। ব্যস, পার্টির জন্য তৈরি টয়া

অভিনেতা নিলয় আলমগীর গেছেন নায়াগ্রা ফলস দেখতে। শীতের দেশে চলছে গ্রীষ্ম। নিলয়ের টি-শার্ট তার প্রমাণ

ভারতের ধনাঢ্য আম্বানি পরিবারের ছেলে আকাশ আম্বানির বাগদান অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল গোটা বলিউড। সাজে কে কাকে টেক্কা দেবে, প্রতিযোগিতা ছিল যেন তারও। ল্যাভেন্ডার রঙা জারদৌসি কাজের লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের মেকআপ টোন ছিল স্মোকি। গয়নায় স্টোন আর রুপা ছিল তার সঙ্গী 

 মন্তব্য