kalerkantho


কোথায় কখন কী

৯ জুলাই, ২০১৮ ০০:০০
কোথায় কখন কী

রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশের বর্ষা সংগ্রহ

রঙ বাংলাদেশ এনেছে বর্ষা সংগ্রহ। ভাপসা গরম, আর্দ্রতা ও বৃষ্টি—এই তিনটি বিষয় গুরুত্ব পেয়েছে বর্ষা কালেকশনে। রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, সিঙ্গেল কামিজ, টি-শার্ট। বেশির ভাগ পোশাক সুতি ও অ্যান্ডির। বর্ষায় নীল, ধূসর, ফিরোজা ও সাদা রং প্রাধান্য পেয়েছে।

 

আর্টিজ্যান নতুন কালেকশন

আর্টিজ্যান এনেছে আবহাওয়া উপযোগী নতুন নকশার শার্ট, পাঞ্জাবি, পোলো ও টি-শার্ট। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের রঙে ও নকশায় রয়েছে বৈচিত্র্য। যোগাযোগ : ০১৯২৯ ২৫৪৬৯১

 

হজসামগ্রীতে মূল্য ছাড়

বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থিত আল ইসলাম ব্রাদার্স এনেছে প্রয়োজনীয় হজসামগ্রী। ২০ শতাংশ ছাড়ে কেনা যাবে এসব সামগ্রী। এক সেট হজসামগ্রী কিনলে পাওয়া যাচ্ছে গিফট বক্স। রয়েছে ইন্দোনেশিয়া ও দেশি এহরাম বাঁধার টাওয়াল সেট, বেল্ট, মিনাব্যাগ, পাসপোর্ট ব্যাগসহ যাবতীয় হজসামগ্রী। যোগাযোগ : ০১৮২৩ ৮৮০১৫৮

 

ধানমণ্ডিতে আমের মেলা

ধানমণ্ডির ক্যাপিটাল মার্কেটের পাশে চলছে কামাল অ্যাগ্রো ফ্রুটসের আমের মেলা। ফোনে অর্ডার দিলে পাকা আম চলে আসবে ঘরে। মেলায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলার আম পাওয়া যাবে।

মেলা চলছে মিরপুর ৬০ ফিট রোডেও। অর্ডারের জন্য যোগাযোগ : ০১৯৭৩ ০২৬৫২৫ ও ০১৯৭০ ৯৯৪২৪০

আর্টিজ্যানমন্তব্য