kalerkantho


প্রিয় খাবার

মায়ের হাতের পায়েস খুব পছন্দ

জ্যোতিকা জ্যোতি, অভিনেত্রী

৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০মায়ের হাতের পায়েস খুব পছন্দ

খেতে বেশ পছন্দ করি। সব রকমের মিষ্টিজাতীয় খাবারই বেশ পছন্দ। কেক, পেস্ট্রি, ডার্ক চকোলেট বেশি পছন্দ। সব ধরনের শাকসবজি খেতে ভালো লাগে। ফ্রুট সালাদ এবং ঘরে তৈরি সতেজ ফলের রস পছন্দ। নিরামিষজাতীয় খাবার ইদানীং বেশি খাওয়া হচ্ছে। মাছের ক্ষেত্রে বেশি পছন্দ ইলিশ, বিশেষ করে সরষে ইলিশ। শুঁটকি ও সামুদ্রিক মাছও খেতে ভালো লাগে। ডায়েট চার্ট ফলো করি। তবে ডায়েটের কারণে অনেক পছন্দের খাবারই নিয়মিত খাওয়া হয় না। মায়ের হাতের পায়েস খুব পছন্দ। নিজে মাঝেমধ্যে বাসায় রান্না করি। হাতে সময় থাকলে বাটা মসলা দিয়েই রান্নার চেষ্টা করি।

অনুলিখন : নাঈম সিনহামন্তব্য