kalerkantho


প্রিয় খাবার

সঙ্গে সব সময় চকোলেট থাকে

বন্যা মির্জা অভিনেত্রী

২ এপ্রিল, ২০১৮ ০০:০০সঙ্গে সব সময় চকোলেট থাকে

প্রিয় খাবার বলতে সেভাবে বিশেষ কিছু নেই। সাধারণত মধ্যবিত্তের নাগালের ভাত, মাছ, রুটি, ভাজি—এসব খেয়ে থাকি। তবে যেসব খাবার আমাদের নাগালের বাইরে তা নিয়ে এক ধরনের বিশেষ আগ্রহ কাজ করে। আমারও তাই নানা স্বাদের খাবারের প্রতি আগ্রহ। যেমন—আমি টার্কিশ, লেবানিজ,  মেক্সিকান খাবার অত বেশি খাইনি। সে ধরনের ভিন্ন স্বাদের খাবারের স্বাদ নিতে চাই বা আরো নতুন কিছু। চকোলেট খেতে বেশ পছন্দ করি। আমার সঙ্গে সব সময় চকোলেট থাকে। অন্যরা এটিকে মজার খাবার হিসেবে দেখলেও আমি দেখি প্রয়োজনীয় খাবার হিসেবে। হালকা খিদে পেলেই একটু চকোলেট খেয়ে নিই। খিদে পেটে একটু মিষ্টি খেলে তা শরীরে খানিকটা শক্তি জোগায়। তিন বেলা সময় করে খাবার খাওয়ার চেষ্টা করি। বাইরে কম খাই, বাসায় নিজেই এক দিন পর পর রান্না করি।

অনুলিখন : নাঈম সিনহামন্তব্য