kalerkantho


প্রিয় খাবার

ভালো লাগে ফিশ সালাদ খেতে

পূজা সেনগুপ্ত, নৃত্যশিল্পী

২৬ মার্চ, ২০১৮ ০০:০০ভালো লাগে ফিশ সালাদ খেতে

আমার কম তেল-মসলাযুক্ত খাবার পছন্দ। সামুদ্রিক মাছ খেতে খুব ভালো লাগে। সামুদ্রিক মাছের যেকোনো পদ ভীষণ প্রিয়। সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগে ফিশ সালাদ খেতে। আর মায়ের হাতের রান্নার কথা বাদ দিই কী করে?

স্বাদে অতুলনীয় মায়ের হাতের সব খাবার। মায়ের হাতের শরষে-ইলিশ, ডিম পাতুরী, রূপচাঁদা মাছ ভাজা, চিংড়ি দিয়ে পালংশাক খুব মজা। আমার মা দারুণ রাঁধেন এগুলো।

প্রতিদিন সকালে খালি পেটে ডিটক্স পানীয় পান করি। এক থেকে দেড় ঘণ্টা ব্যায়ামাগারে কাটাই। আর আধা ঘণ্টা নাচের অনুশীলন তো মাস্ট।

অনুলিখন : জিনাত জোয়ার্দার রিপামন্তব্য