kalerkantho


প্রিয় খাবার

মায়ের হাতের পোলাও আর গরুর মাংস ভালো লাগে

সাফা কবির অভিনেত্রী

২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০মায়ের হাতের পোলাও আর গরুর মাংস ভালো লাগে

সব ধরনের খাবার খেতে ভালো লাগে। তবে বেশি পছন্দ তেহারি, ভুনা খিচুড়ি, পিত্জা আর পাস্তা। পুরান ঢাকার তেহারি খেতে সবচেয়ে বেশি পছন্দ করি। এ জন্য সুযোগ পেলেই সেখানে খেতে চলে যাই। এর পরই আছে দেশি মাছ। যেকোনো মাছের তরকারি খেতে ভালো লাগে। আম্মু অনেক ভালো পোলাও আর গরুর মাংস রান্না করেন। মায়ের হাতে প্রিয় খাবারের মধ্যে এটা উল্লেখযোগ্য। শুটিং করতে গিয়ে নানা জায়গার খাবার খেয়েছি। একবার বিজ্ঞাপনের শুটিংয়ে বান্দরবানে গিয়ে আদিবাসী খাবার খেয়েছিলাম। দারুণ স্বাদের সেই খাবারও ভালো লেগেছে।

অনুলিখন : আতিফ আতাউরমন্তব্য