kalerkantho


তারকার খাবার

সামুদ্রিক খাবার খেতে ভালোবাসি

অপর্ণা ঘোষ অভিনেত্রী

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০সামুদ্রিক খাবার খেতে ভালোবাসি

প্রিয় খাবারের তালিকা বেশ লম্বা। যেখানেই যাই সেখানকার আঞ্চলিক খাবারের স্বাদ চেখে নিতে চেষ্টা করি। সামুদ্রিক মাছের সব ধরনের মেন্যু ভীষণ প্রিয়। কক্সবাজার বা যেকোনো বিচে গেলে স্থানীয় রেস্টুরেন্টগুলোতে দিনে কয়েকবার ঢু মারি। এর বাইরে প্রিয় খাবারের মধ্যে রয়েছে ব্যাংককের স্ট্রিট ফুড ও ম্যাক্সিকান টোস্টাডো। মনে রাখার মতো খাবার খেয়েছিলাম পশ্চিমবঙ্গে ‘ষোলোআনাই বাঙালিয়ানা’ বলে একটা রেস্টুরেন্টে। একবার মাত্র খাবার খেয়েছিলাম ওখানে। সব বাঙালি মেন্যু। স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। এ ছাড়া চকোলেট খেতে পছন্দ করি। আমার ব্যাগে সব সময়ই চকোলেট থাকে।

অনুলিখন : আতিফ আতাউর মন্তব্য