kalerkantho


নগরে নতুন

লা ন্যুইয়ের যাত্রা শুরু

১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০লা ন্যুইয়ের যাত্রা শুরু

৭ নভেম্বর গুলশান-২-এর ইস্টার্ন নিবাসের তৃতীয় তলায় লা ন্যুই ফিউশন রেস্তোরাঁটির উদ্বোধন হয়। লা ন্যুই (la nuit) শব্দের অর্থ রাত। রেস্তোরাঁটিতে ঢুকলে এ নামের অর্থ খুঁজে পাবেন। ইন্টেরিয়রে কালো রঙের আধিপত্য। রেস্তোরাঁজুড়ে আলো-আঁধারির খেলা। রাত নিয়ে খ্যাতিমানদের নানা মন্তব্য দিয়ে দেয়াল সাজানো। দুপুর ১২টা থেকে মধ্যরাত অবধি ভোজনরসিকদের জন্য খোলা থাকবে লা ন্যুই। মেন্যু কার্ডে আছে থাই, চায়নিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, বাংলা ও বারবিকিউ। খাবারের পাশাপাশি অতিথিদের স্নুকার খেলার জন্য রয়েছে আলাদা কক্ষ। খেলা শিখিয়ে দেওয়ার জন্য আছে প্রশিক্ষিত কর্মী। খেলতে খেলতে ক্ষুধা লাগলে এখানে বসেই খেতে পারবেন। স্নুকার রুমেই আছে ফুড কাউন্টার। ওয়েটার আপনাকে খাবার পৌঁছে দেবে। মূলত ছয় উদ্যোক্তার উদ্যোগে লা ন্যুইয়ের যাত্রা। রেস্তোরাঁটির মূল উদ্যোক্তা আবিদ এ আজাদ বলেন, ‘মানসম্পন্ন ও বৈচিত্র্যময় খাবার পরিবেশনই আমাদের প্রথম লক্ষ্য। এ ছাড়া গুলশানের মতো অভিজাত এলাকায় গভীর রাত পর্যন্ত লোকজনের সমাগম থাকে। অথচ বেশির ভাগ রেস্তোরাঁ বা খাবারের দোকান বন্ধ হয়ে যায়। তাদের জন্যই আমাদের এই উদ্যোগ।’ উল্লেখ্য, বিশেষ বিশেষ দিনগুলোয় গানসহ নানা ধরনের আয়োজন থাকবে। আছে মিডিয়াকর্মীদের জন্য বিশেষ ছাড় এবং যাত্রা শুরু উপলক্ষে এ মাসজুড়ে আছে ১০ শতাংশ মূল্য ছাড়। ঠিকানা : ইস্টার্ন নিবাস, ১৩৮ দ্বিতীয় তলা, গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা। (ওয়েস্টিন হোটেলের বিপরীতে) ফোন : ০১৭১৯ ৩৯৮২০২, ০১৭১৯ ৪০০৩৭৩মন্তব্য