kalerkantho


কখন কোথায় কী

৯ অক্টোবর, ২০১৭ ০০:০০কখন কোথায় কী

সাদাকালো

সাদাকালো

দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সাদাকালো ২০০২ সালে ৪ অক্টোবর যাত্রা শুরু করে। সাদা ও কালো এ দুটি রং নিয়ে তাদের কাজ। বিষয়ভিত্তিক কাজের ভিন্ন রকম ধারা তৈরি করে ১৫ বছর পূর্ণ করল এ হাউসটি। এ উপলক্ষে সাদাকালোর সব শোরুম ও অনলাইনের পণ্যতে ১৫ শতাংশ ছাড় চলছে।

টেক্স স্টাইল

ফ্যাশন হাউস টেক্স স্টাইল নতুন ডিজাইনের টি-শার্ট এনেছে। ডিজাইনের মধ্যে রয়েছে কার্টুন চরিত্র, সুপার হিরো, কোট বা টেক্স থিম-ভিত্তিক টি-শার্ট।  জনপ্রিয় ডিজাইনগুলোর মধ্যে সুপারম্যান, অ্যাভেঞ্জার, চে, হাল্ক, সিম্পসন, আয়রনম্যান, সিভিল ওয়ার ইত্যাদি। ঠিকানা : টেক্স স্টাইল, ১২২৬ পূর্ব মনিপুর, মিরপুর-২, ঢাকা। ফোন : ০১৭১৭ ৬২৬৫১৬ ফেসবুক fb.com/texstylebd

কোকা-কোলা জিরো

কোকা-কোলা জিরো এর সহযোগিতায় ৫ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ফুডিজ ঢাকা রেস্টুরেন্ট উইক-২০১৭ উত্সব চলছে। ঢাকার ৩০টি জনপ্রিয় রেস্তোরাঁ নিয়ে এ উত্সব।  কোকা-কোলা বাংলাদেশ ‘কোক জিরো’ এবং ‘স্প্রাইট জিরো’ নামের দুটি চিনিমুক্ত কোমলপানীয় বাজারজাত করছে এই উত্সবের মধ্য দিয়ে। ফুডিজ ঢাকা রেস্টুরেন্ট উইক চলাকালে নির্বাচিত ৩০টি রেস্টুরেন্টে নতুন দুটি কোমলপানীয় কোকা-কোলা জিরো ও স্প্রাইট জিরোর স্বাদ উপভোগ করতে পারবেন।  www.foodiez.com.bd এই ওয়েবসাইট থেকে এসব রেস্তোরাঁর সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য জানা যাবে। নির্বাচিত রেস্তোরাঁ থেকে কোক জিরো বা স্প্রাইট জিরোসহ সেট মেন্যু দাম পড়বে ৪৯৯, ৯৯৯, ১৪৯৯ ও ২৪৯৯ টাকা।

শোভন মেকওভার স্কিন স্টুডিও

শোভন মেকওভার স্কিন স্টুডিওতে চলছে হ্যাপি আওয়ার সেবা। এ সুবিধা পাওয়া যাবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এ সময়ের মধ্যে গ্রাহকরা সব ধরনের সেবায় পাবেন বিশেষ ছাড়। ঠিকানা : বাড়ি-০৫, রোড-০৮, ব্লক-এফ, নিকেতন, গুলশান-১, ঢাকা। ফোন : ০১৭৪৪ ৮৮৯৪৯৮, ০১৮৪২ ৭৪৬৮২৬

সোলস্টার

ফ্যাশন ব্র্যান্ড সোলস্টার নিয়ে এসেছে নতুন ডিজাইনের পোশাক ও অ্যাকসেসরিজ। সোলস্টারে পাওয়া যাবে পলো শার্ট, টি-শার্ট, শার্ট, পাঞ্জাবি, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, বেল্ট, হাতঘড়ি ও ফ্যাশনেবল চশমা। ঠিকানা : সোলস্টার (দ্বিতীয় ও তৃতীয় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। ফোন : ০১৯২৩ ৮৩২৩৮৩। ওয়েবসাইট : www.soulstarbd.comমন্তব্য