kalerkantho


রূপচর্চা

রূপচর্চায় অলিভ অয়েল

তেলের গুণ অনন্য। ঘরোয়াভাবে নারিকেল আর অলিভ অয়েল দিয়ে ত্বকচর্চার উপায় জানালেন রূপবিশেষজ্ঞ খালেদা পারভীন সিনথিয়া

১৪ আগস্ট, ২০১৭ ০০:০০রূপচর্চায় অলিভ অয়েল

অলিভ অয়েল
বলিরেখা

অলিভ অয়েলে অ্যান্টি এজিং প্রপার্টি ও প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট আছে। মুখ ধোওয়ার পর সামান্য অলিভ অয়েল মুখে ও গলায় লাগিয়ে নিন। এতে ত্বকের বলিরেখা পড়বে না।

ত্বক পরিষ্কার
গোসলের পর ত্বক ভেজা থাকা অবস্থাতেই অলিভ অয়েল লাগাতে পারেন। অলিভ অয়েল ত্বকের ভেতরে গিয়ে পুষ্টি জোগাবে। ত্বক হবে কোমল ও মসৃণ।

চুল পড়া
অলিভ অয়েল সামান্য গরম করে স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। অলিভ অয়েল ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করবে।

ঠোঁট ফাটা
এক চা চামচ অলিভ অয়েল, সামান্য পাতিলেবুর রস ও বড় দানার চিনি একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। আঙুলের ডগা দিয়ে হালকাভাবে ঘষুন, যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। এতে ঠোঁটের মরা চামড়া দূর হবে। ঠোঁট ফাটবে না।

ডার্ক সার্কেল
কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে চোখের চারপাশে হালকা হাতে এক মিনিট ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ভেজা তুলা দিয়ে মুছে নিন। ডার্ক সার্কেলের সমস্যা কমে যাবেমন্তব্য