kalerkantho


কখন কোথায় কী

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০কখন কোথায় কী

গ্রামীণ ইউনিক্লো

ওটু

গত ১৪ অক্টোবর উত্তরায় ওটুর তৃতীয় শোরুমের যাত্রা শুরু হলো। নতুন শোরুমে ছেলে ও মেয়েদের সব ধরনের পোশাক পাবেন। ঠিকানা : ২১ সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা।

 

গ্রামীণ ইউনিক্লো

গ্রামীণ ইউনিক্লো চাকরিজীবীদের জন্য আরামদায়ক ফেব্রিকের পোশাক এনেছে। বিশেষভাবে চাকরিজীবীদের জন্য ডিজাইন করা। ছেলেদের জন্য এখানে পাবেন বিজনেস শার্ট, চিনো প্যান্ট, ট্যাংক টপ, বক্সারব্রিফ। মেয়েদের জন্য আছে কামিজ, পেনসিল প্যান্ট, লেগিংস ও পালাজ্জো। এসব পোশাকে ১৫ থেকে ২৫ শতাংশ ছাড় চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

 

হেবিরো ডটকম

গত ১০ অক্টোবর যাত্রা শুরু করল হেবিরো ডটকম ওয়েব পোর্টালের। দুই বাংলার ফ্যাশন ও লাইফস্টাইলের খবর থাকবে এখানে। পোর্টালটিতে ফ্যাশন, লাইফস্টাইল, ট্যুরিজম, রেস্টুরেন্ট রিভিউ, ইভেন্টের খবর, হোটেল প্রমোশনসহ নানা খবর প্রকাশ করবে।

ওয়েব : www.hebiro.com

 

রেডিয়েন্টে কর্মমুখী শিক্ষা

ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন এবং বনসাইয়ের ওপর স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সের আয়োজন করেছে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন।

ফোন : ০১৬৭১ ৭৫৯৪৭৯

 

 

ইনস্

 

টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন

ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। অন্দরসাজ, ফ্যাশন ডিজাইন, গ্লাস ডেকোর, ইকেবানা বিষয়ে ভর্তি চলছে। ফোন : ০১৭৩৩ ৯৬৯৬৪৪

 

অরিগ্যানো

পান্থপথে নতুন ঠিকানায় অনলাইন শপ অরিগ্যানো। ক্রেতারা এখান থেকে ইচ্ছামতো পছন্দ করে জুতা ও ব্যাগ নিতে পারবেন। রেগুলার ও এক্সক্লুসিভ দুই ক্যাটাগরির জুতা-ব্যাগ মিলবে এখানে। সঙ্গে অনলাইনে কেনাকাটার সুযোগ তো থাকছেই। ঠিকানা : ১৭/১ শুক্রাবাদ, পশ্চিম পান্থপথ, ঢাকা। ফোন : ০১৮৭৩ ৭৫৫১৬৩

পেইজ লিংক : https://www. facebook.com/shoporegon/?fref=ts

 

অরা বিউটি লাউঞ্জ

সৌন্দর্যসেবীদের জন্য অরা বিউটি লাউঞ্জ চালু করেছে হ্যাপি আওয়ার সেবা। হ্যাপি আওয়ার চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ সময়ের মধ্যে সব ধরনের সেবায় পাবেন ২০ শতাংশ ছাড়।

 


মন্তব্য