kalerkantho


ল্যাশ ঘন দেখানোর উপায়

অনেকেরই চোখের পাপড়ি ঘন হয় না। সে ক্ষেত্রে আইল্যাশে মাশকারা দিলে ফাঁকা দেখায়। আইল্যাশ ঘন দেখাতে যা করতে পারেন—

১০ অক্টোবর, ২০১৬ ০০:০০♦   চোখের পাপড়ি আইল্যাশ কার্লার দিয়ে সুন্দর করে ওপর দিকে টানতে হবে। এতে পাপড়ি যদি অবিন্যস্ত থাকে, সেটা সুন্দর করে সাজানো লাগবে।

♦   চোখের পাপড়িতে অল্প ট্রান্সলুসেন্ট পাউডার দিলে আইল্যাশের ঘনত্ব বাড়ে।

♦   আই মাশকারা দিয়ে চোখের পাতার ওপর ও নিচে ভালো করে মাশকারা লাগিয়ে নেবেন। প্রথম কোটের মাশকারা শুকিয়ে গেলে আর এক কোট মাশকারা লাগাতে পারেন।

♦   পার্টি থাকলে আর্টিফিশিয়াল আইল্যাশ লাগাতে পারেন চোখের ওপর। এ ক্ষেত্রে আইল্যাশটা প্রথমে পাপড়ির আপারলিডে লাগিয়ে তারপর আই মেকআপ করতে হবে। আর্টিফিশিয়াল আইল্যাশে অল্প আঠা লাগানো থাকে। তাই আইল্যাশ খোলার সময় বা মাশকারা তোলার সময় সাবধান থাকতে হবে।

♦  আইল্যাশ ঘন দেখানোর জন্য মাশকারা লাগানোর আগে পেনসিল কাজল দিয়েও আইল্যাশের ঘনত্ব বাড়ানো যায়। এ ক্ষেত্রে পেনসিলটা আইল্যাশ বরাবর ওপর দিকে টানতে হবে।


মন্তব্য