kalerkantho


তারকার ঈদ

গাজীপুরে দাদাবাড়িতে ঈদ করব

দিলশাদ নাহার কনা, সংগীতশিল্পী

১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গাজীপুরে দাদাবাড়িতে ঈদ করব

কোরবানির ঈদে সপরিবারে গাজীপুরে দাদাবাড়ি যাব। পরিবারের সবাই যাবে এক দিন আগে। ব্যস্ততার কারণে আমি ঈদের আগের রাতে যাব। কাজিনদের সঙ্গে অনেক আনন্দ করে রাতে হাতে মেহেদি পরব। আমি ঈদের দিন খুব সকালে উঠি। সকালে সেমাই-পায়েস রান্নার সময় আম্মা ও চাচিকে সাহায্য করি। ছোট কাজিন ও ভাগ্নে-ভাগ্নিদের সালামি দিই। এ সময়টা আমার খুব আনন্দে কাটে। পরিবারের পুরুষরা ঈদগাহে চলে গেলে নিজে রেডি হব। ঈদের সকালে গোলাপি রঙের কটনের সালোয়ার-কামিজ পরব। সুতার হালকা এমব্রয়ডারি করা কামিজ আর পালাজ্জো। আর সন্ধ্যায় গর্জিয়াস করে সাজব। মসলিনের টিয়া-সবুজ সালোয়ার-কামিজে সোনালি রেশমি সুতার জারদৌসির কাজ থাকবে। সারা দিন আত্মীয়-বন্ধুদের সঙ্গে খাওয়া, আড্ডা আর টিভি দেখে সময় কাটাব।

 

কথা বলেছেন : মাসিদ রণ


মন্তব্য