kalerkantho


তারকার ঈদ

ঈদের আগে ঘুরতে যাই

পরিমণি চিত্রনায়িকা

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ঈদের আগে ঘুরতে যাই

আমরা যারা সারা বছর ব্যস্ত থাকি, তাদের কাছে ঈদের আগের কটা দিন একটু ছুটির মতো। এই সুযোগে আমি প্রিয় কোনো দেশে ঘুরতে যাই। গত বছর কোরবানির ঈদের আগে গিয়েছিলাম সিঙ্গাপুর। সপ্তাহখানেক ছিলাম। নিয়ম করে দিনে দুবার ঘুরতে বের হতাম। সেখানকার বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি। এ ছাড়া আমার শপিং করার নেশা আছে। তাই বেশির ভাগ সময় শপিং মলেই কেটেছে। সেবার এক শপিং মল থেকেই একসঙ্গে ৩০ জোড়া জুতা কিনেছিলাম। এ ছাড়া ব্যাগ, পারফিউম আর প্রসাধনী মিলে তিন সুটকেস জিনিস হয়েছিল। এবার ঈদের আগেও কোথাও যাব। এখন পরিকল্পনা করে উঠতে পারিনি। তবে মালয়েশিয়া বা থাইল্যান্ডে যেতে পারি। আর গিয়ে শপিং করব এবং ঘুরে বেড়াব। ঈদের আগের দিন ফিরে আসব পরিবারে সবার সঙ্গে ঈদ করতে।

    

কথা বলেছেন : মাসিদ রণ

 


মন্তব্য