kalerkantho

বিশেষ পরামর্শ

নম্বর বণ্টন বদলেছে

১৯ মার্চ, ২০১৭ ০০:০০নম্বর বণ্টন বদলেছে

এবারের পরীক্ষায় প্রায় সব বিষয়ের নম্বর বণ্টনেই পরিবর্তন এসেছে। সৃজনশীল/লিখিত অংশে ১০ নম্বর বেড়েছে, বহু নির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) ১০ নম্বর কমেছে।

 

হাতে সময় কম, তবে পরীক্ষার আগ মুহূর্তের এ সময়টা বেশি গুরুত্বপূর্ণ। সারা বছর প্রস্তুতি ভালো করে এ সময়ে বেখেয়ালি হলে বা ঠিকঠাক নির্দেশনা না মেনে এগোলে সব পরিশ্রমই বরবাদ হয়ে যাবে।

বইয়ের কোন কোন অংশ গুরুত্বপূর্ণ আর কোন কোন অংশে দুর্বলতা আছে—তা মাথায় রেখে প্রস্তুতি-পরিকল্পনার ছক ঠিক করো।

 

যেসব বিষয়ে লেখা বেশি, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রশ্নের উত্তর করা কঠিন, সেসব বিষয়ের ওপর বাসায় বসে নমুনা প্রশ্নে নিজে নিজে পরীক্ষা দাও। তাহলে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে।

 

এবার বহু নির্বাচনী অংশে নম্বর কমেছে, তাই এই অংশে পুরো নম্বর তোলার ব্যাপারে জোর দেবে। তা না হলে এ-প্লাস তোলা কষ্ট হবে।

 

বিশেষ নির্দেশনা

♦  প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক/লিখিত (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

♦  ৩০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল/লিখিত অংশের ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

 

♦  ব্যবহারিক আছে—এমন বিষয়গুলোর ২৫ নম্বরের বহু নির্বাচনী অংশের জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীলের (সিকিউ) জন্য পরীক্ষার সময় থাকবে ২ ঘণ্টা ৩৫ মিনিট।

 

♦  বহু নির্বাচনী ও সৃজনশীল/লিখিত অংশের মাঝখানে কোনো বিরতি থাকবে না।

 

♦  ব্যবহারিক আছে—এমন বিষয়গুলোতে তত্ত্বীয় ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

 

♦   পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

 মন্তব্য