kalerkantho

আইসিটি

দরকার হলে চিত্র দেবে

১৯ মার্চ, ২০১৭ ০০:০০দরকার হলে চিত্র দেবে

বিষয়টি সব বিভাগের শিক্ষার্থীদের জন্যই আবশ্যিক। তত্ত্বীয় অংশে থাকবে ৭৫ এবং ব্যবহারিকে ২৫ নম্বর।  

যেসব অধ্যায়ে অঙ্ক রয়েছে, প্রগ্রাম রয়েছে সেগুলো নিয়মিত চর্চা করবে।

 

♦  সংখ্যাপদ্ধতি, ডিজিটাল লজিক, এইচটিএমএল, ফ্লোচার্ট-অ্যালগরিদম, সি প্রগ্রামিং ইত্যাদি প্রশ্নের উত্তর করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যায়।

 

♦  যদি প্রশ্নে প্রগ্রাম লিখতে বলা হয়, আর তুমি ফাংশন, ভেরিয়েবল ইত্যাদি ঠিকভাবে লিখতে পারো, তাহলে নম্বর পাবে। প্রগ্রামে অপ্রয়োজনীয় নির্দেশ ব্যবহার না করাই ভালো।

 

♦  অনেকে বিভিন্ন অধ্যায়ের অঙ্ক দেখে ভয় পেয়ে যাও। এতে ভয়ের কিছু নেই, উত্তর সঠিক হলে পুরো নম্বরই পাবে।

 

♦  প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে যেসব প্রশ্নের উত্তর সহজে ও কম সময়ে দেওয়া যাবে, সেগুলোর উত্তর আগে দেবে।

 

♦  উত্তরে চিত্র দেওয়ার দরকার হলে সঠিক স্থানে স্পষ্ট করে পেনসিল দিয়ে অঙ্কন করবে। নিচে চিত্রের নাম উল্লেখ করবে।

 

♦  তুলনামূলক আলোচনার ক্ষেত্রে প্রতি নম্বরের জন্য একটি করে পার্থক্য উল্লেখ করাই যথেষ্ট। অপ্রয়োজনীয় কথা লিখে উত্তর বড় না করে কেবল দরকারি কথাগুলো লিখবে।মন্তব্য