kalerkantho


ডিএনসিসি নির্বাচন : বিকালে সিদ্ধান্ত জানাবে বিএনপি

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জানুয়ারি, ২০১৯ ১৩:১৬ডিএনসিসি নির্বাচন : বিকালে সিদ্ধান্ত জানাবে বিএনপি

ফাইল ফটো

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি অংশ নেবে কি-না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি নির্বাচন হওয়ার কথা রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, আমরা ওই নির্বাচনে অংশ নেব কি-না, সেটা এখনও ঠিক হয়নি। তবে সন্ধ্যায় দলের জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসবে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও আলোচনা করা হবে, পরে দলের সিদ্ধান্ত জানানো হবে।মন্তব্য