kalerkantho

'বেছে বেছে মনোনয়ন বাতিলের অভিযোগ ভিত্তিহীন, অবান্তর'

কালের কণ্ঠ অনলাইন   

৬ ডিসেম্বর, ২০১৮ ১৬:১০ | পড়া যাবে ১ মিনিটে'বেছে বেছে মনোনয়ন বাতিলের অভিযোগ ভিত্তিহীন, অবান্তর'

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বেছে বেছে বাতিল করা হচ্ছে, এমন অভিযোগ ভিত্তিহীন ও অবান্তর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, 'তাদের (বিএনপি প্রার্থী) এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। মনোনয়ন বাতিল হলে আপিল করার সুযোগ রয়েছে এবং তারা আপিল করেছেও। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ভালো বলতে পারবেন।'

এর আগে মন্ত্রী আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনে আখাউড়ায় আসেন। এসময় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। আইনমন্ত্রী সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূঁইয়াসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

মন্তব্য