kalerkantho


বিকালে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ নভেম্বর, ২০১৮ ১০:২৭বিকালে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা

ফাইল ফটো

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা আজ দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে এ সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
 
গতকাল বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।মন্তব্য