kalerkantho


জগাখিচুড়ির ওই ঐক্যে ভাঙনের সুর বেজে উঠেছে : শাহজাহান খান

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৮ ১২:৫৫জগাখিচুড়ির ওই ঐক্যে ভাঙনের সুর বেজে উঠেছে : শাহজাহান খান

ফাইল ফটো

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান  জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে বলেছেন, বিভিন্ন মত ও পথের লোক নিয়ে কোনো ঐক্য হয় না। খুনি, রাজাকার, আলবদর ও কিছু মুক্তিযোদ্ধা এবং আমাদের দেশের কিছু তথাকথিত সুশিল সমাজ নিয়ে যে ঐক্য গড়ে উঠেছে, তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

আজ বৃহস্পতিবার মাদারীপুর সফরকালে মন্ত্রী আরো বলেন, জগাখিচুড়ির ওই ঐক্যে ইতিমধ্যেই ভেঙে যাওয়ার সুর বেজে উঠেছে এবং সেখান থেকে ন্যাপসহ কয়েকটি দল বেরিয়েও গেছে।

সকালে মাদারীপুর আইনজীবী সমিতির উন্নয়ন ও মতবিনিময়সভায় যোগদানের আগে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি ঐক্য করতে হলে একটি আদর্শ প্রয়োজন হয়। সেই আদর্শ এ ঐক্যের মধ্যে নেই- এটিই হলো বাস্তবতা।মন্তব্য