kalerkantho

জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক স্থগিত

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৮ ২২:৫২ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক স্থগিত

জাতীয় ঐক্যের পূর্বঘোষিত বৈঠক স্থগিত করা হয়েছে। ঐক্যকে চূড়ান্তে রূপ দিতে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফেরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় বৈঠকটি হওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার রাত ৯টার ওই বৈঠকে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।

জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন সাংবাদিকদের জানান, ড. কামাল হোসেন হঠাৎ অসুস্থ বোধ করায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বৈঠকটি স্থানান্তর করা হয়। রাত ৯টায় রবের বাসায় ঐক্য প্রক্রিয়ার নেতাদের বৈঠকে বসার কথা থাকলেও শেষ পর্যন্ত বৈঠকটি স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বৈঠকটি বাতিল করা হয়েছে। 

মন্তব্য