kalerkantho


এটা জগাখিচুড়ি ঐক্য, বেশিদিন টিকবে না

কক্সবাজারে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার    

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১০:০৯এটা জগাখিচুড়ি ঐক্য, বেশিদিন টিকবে না

ফাইল ছবি

বি চৌধুরী-ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়াকে ‘জগাখিচুড়ি ঐক্য’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কামাল সাহেবরা যেটা গঠন করেছে, সেটা জাতীয় ঐক্য নয়; এটা হলো জগাখিচুড়ি ঐক্য। আর জগাখিচুড়ি ঐক্য বেশিদিন টিকবে না। তাই তাদের কাছ থেকে কিছু আশা করাটা বিএনপির জন্য দুঃস্বপ্ন।’

গতকাল সোমবার সকাল ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে একটি হোটেল ও রেস্টুরেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো জাতীয় ঐক্য হবে না, হতে পারে না।’

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আওয়ামী লীগের রেলযাত্রার পর সড়কযাত্রায়ও মানুষের উপস্থিতি অকল্পনীয় উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজার আসা পর্যন্ত সড়ক পথে যেসব পথসভা হয়েছে, সেগুলোর একটার সমান জমায়েত করার সক্ষমতাও বিএনপি বা জাতীয় ঐক্য কারোরই নেই। তাই তাদের অন্তর্জ্বালা শুরু হয়ে গেছে। তারা হতাশ হয়ে গেছে। এই হতাশা থেকে আবোলতাবোল বকছে। এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’

এসব সাংগঠনিক সফরে জনগণের বিপুল সাড়া পাওয়ার নেপথ্য কারণ হিসেবে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের বিপুল জোয়ারের কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক। তাঁর সততা ও নেতৃত্বই মানুষের মধ্যে আশা জাগিয়েছে।’

কক্সবাজারের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘দ্রুত রাস্তাঘাটের উন্নয়ন হবে। আর শহরের সড়ক ও সৈকতে উন্নতমানের বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হবে।’

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য আবদুর রহমান বদি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য