খুলনা, বরিশাল, রাজশাহী, গাজীপুর ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের তথ্য-উপাত্ত প্রকাশ করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়।
প্রকাশিত তথ্যে দেখা যায়, প্রতিটি সিটি নির্বাচনের অনিয়ম, ভোট জালিয়াতি, ব্যালট পেপারে সিল মারা, সরকারি দলের প্রার্থীর নিয়ম না মানা ইত্যাদি তথ্য তুলে ধরা হয়েছে। পাঁচ সিটি করপোরেশনেরই প্রতিবেদন তৈরি করেছেন প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামান। তাঁকে সহায়তা করেছেন সাংবাদিক আলিফ সিরাজউদ্দিন। নির্বাচনগুলোর অনিয়মকে বিভিন্ন ভাগে ভাগ করে বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিটি অংশে। ঘটনার সত্যতা প্রমাণ করতে আলোকচিত্র, সিল মারা ব্যালট পেপার, সরকারি দলের প্রার্থীর পুলিশের গাড়িতে প্রচারণা ইত্যাদি তুলে ধরা হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...