kalerkantho


আদালত স্থানান্তরের প্রতিবাদে

বিএনপির মানববন্ধন দুপুরে

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:৪৩বিএনপির মানববন্ধন দুপুরে

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মামলার বিচারিক আদালত পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের প্রতিবাদে সারা দেশে আজ মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করার অনুমতি পেয়েছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মানববন্ধনের মৌখিক অনুমতি পাওয়া গেছে।

এর আগে গত ৫ই সেপ্টেম্বর খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সকল জেলা ও মহানগরে মানববন্ধন এবং বুধবার ঢাকাসহ সকল জেলা এবং মহানগরে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করে দলটি।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য