kalerkantho


আমরা সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছি : রিজভী

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুলাই, ২০১৮ ১৬:১২আমরা সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছি : রিজভী

বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আগামীকাল শুক্রবার বিকাল তিনটায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।

এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা পুলিশের মৌখিক অনুমতি পেয়েছি। আশা করছি লিখিত অনুমতিও পেয়ে যাব।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনধি দল বৃহস্পতিবার দুপুরে মহানগর পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলেন। তিনিই মৌখিক অনুমতির কথা বলেছেন। সমাবেশে সকল প্রস্তুতি আমরা আগে থেকে নিয়ে রেখেছি। সকল অঙ্গসংগঠনেরও অনুরূপ প্রস্তুতি আছে।মন্তব্য