kalerkantho


খালেদার মুক্তি দাবিতে শুক্রবার বিএনপির বিক্ষোভ সমাবেশ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুলাই, ২০১৮ ১৩:০৭খালেদার মুক্তি দাবিতে শুক্রবার বিএনপির বিক্ষোভ সমাবেশ

ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামী শুক্রবার নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। আজ রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

আজ রবিবার নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ফখরুল অভিযোগ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।মন্তব্য