kalerkantho


বিএনপির জরুরি সংবাদ সম্মেলন আজ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুন, ২০১৮ ০১:০১বিএনপির জরুরি সংবাদ সম্মেলন আজ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ রবিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

গতকাল শনিবার রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শনিবার দুপুরে কারাগারে তার স্বজনেরা দেখা করেছেন। এ সময় তারা খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা যা দেখেছেন, সে সম্পর্কে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবহিত করবেন মির্জা ফখরুল।

এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও সংবাদ সম্মেলনে তিনি কথা বলতে পারেন বলে জানা গেছে।মন্তব্য