kalerkantho


দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে বিএনপি

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মে, ২০১৮ ১১:০৪দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে বিএনপি

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশনে যাবে বিএনপির প্রতিনিধি দল।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান বিএনপির প্রতিনিধি দলে থাকবেন।মন্তব্য