kalerkantho


খালেদা জিয়ার মুক্তি দাবি

রমজানেও শান্তিপূর্ণ কর্মসূচি দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক   

২৭ এপ্রিল, ২০১৮ ০৫:১২রমজানেও শান্তিপূর্ণ কর্মসূচি দেবে বিএনপি

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে শান্তিপূর্ণ আরো কিছু কর্মসূচি দেবে বিএনপি। রমজান মাসেও শান্তিপূর্ণ সমাবেশ, বিশেষ দোয়াসহ মানববন্ধন কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ ছাড়া রমজানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেও ইফতার মাহফিল আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে এতিম ও ওলামা মাশায়েখ, রাজনৈতিক দল ও কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টি থাকবে। 

গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক সদস্য এ তথ্য জানান। 

জানা যায়, বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য