kalerkantho


বিএনপির আজকের মানববন্ধনের স্থান পরিবর্তন

কালের কণ্ঠ অনলাইন   

২৫ এপ্রিল, ২০১৮ ১০:২৩



বিএনপির আজকের মানববন্ধনের স্থান পরিবর্তন

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ডাকা মানববন্ধনের স্থান পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হওয়া কথা, তবে এটি এখন পরিবর্তন করে নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মনির হোসেন ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন।

এতে জানানো হয়, আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন

বিএনপির ডাকা এ মানববন্ধনে সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। 



মন্তব্য