kalerkantho


সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পায়নি বিএনপি

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৮ ১৮:৫৪সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পায়নি বিএনপি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার ঘোষিত জনসভার জন্য এখনও অনুমতি পায়নি বিএনপি। এজন্য সব প্রস্তুতি শেষ করে এখন প্রশাসনের অনুমতির অপেক্ষায় রয়েছে দলটি। আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

রিজভী জানান, জনসভায় সকল প্রস্তুতি শেষ। এখন তারা অনুমতির অপেক্ষায় রয়েছেন। অনুমতি পেলেই মঞ্চ তৈরির কাজ শুরু হবে। এছাড়া তাদের নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, প্রশাসনের অনুমতি পেলেই তাদের জনসভা করার অনুমতি দেবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

উল্লেখ্য, এর আগেও একই দাবিতে গত ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি না পেয়ে ফের ১৯ মার্চ জনসভা করার ঘোষণা দেয় বিএনপি।মন্তব্য