kalerkantho


৪০ দিন পর বিএনপির ঝটিকা মিছিলে রিজভী

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৮ ১৪:২৭৪০ দিন পর বিএনপির ঝটিকা মিছিলে রিজভী

ফাইল ছবি

৪০ দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে এসে নেতাকর্মীদের সঙ্গে ঝটিকা মিছিলে অংশ নিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিল শেষে আবার কার্যালয়ে ঢুকে পড়েন তিনি। গ্রেপ্তার এড়াতে গত ৩০ জানুয়ারি থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন রিজভী।

এ ব্যাপারে রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ‘আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাই সকালেই কার্যালয় থেকে বেরিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছি।’

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পণ্ড করে দেওয়ার প্রতিবাদে আজ শনিবার রাজধানীর থানায় থানায় এ প্রতিবাদ কর্মসূচি আহ্বান করা হয়। এরই অংশ হিসেবে আজ সকাল সাড়ে ছয়টার দিকে ১৩-১৪ জন নেতাকর্মী কার্যালয় থেকে বেরিয়ে ঝটিকা মিছিল করেন। এতে অংশগ্রহণ করেন রিজভী।

এদিকে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, এ কর্মসূচি চলাকালে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি ছিল না।মন্তব্য