kalerkantho


শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে: মওদুদ

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৮ ১৪:৫১শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে: মওদুদ

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতিও নিতে হবে।...ব্যালটের মাধ্যমে অপশাসনের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলের অবস্থান কর্মসূচি পণ্ড হওয়ার আগে মওদুদ এ কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে শরিক হওয়ার আহ্বানও জানান বিএনপি নেতা। বলেন, সব গণতান্ত্রিক রাজনৈতিক দল মাঠে নামলে বর্তমান রাজনৈতিক অবস্থার পরিবর্তন হবে। জনগণের বিজয় হবে। সরকারকে নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দেয়া হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠন হবে বলেও ভবিষ্যতবাণী করেছেন তিনি।

বেলা ১১টার দিকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। ১১টা ৪০ মিনিটের দিকে সেখান থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজকে সেখান থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে নেতা-কর্মীরা ছুটোছুটি করতে থাকে এবং এক পর্যায়ে কর্মসূচি পণ্ড হয়ে যায়।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকেই সেখানে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২০০৮ সালের ১৩ মে এ মামলায় খালেদা জিয়াসহ ২৪ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। এরই মধ্যে কোকোসহ পাঁচ আসামি মারা গেছেন।

 মন্তব্য