kalerkantho


আজ সারা দেশে বিএনপির মানববন্ধন

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৮ ০৯:৪২আজ সারা দেশে বিএনপির মানববন্ধন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে আজ মানববন্ধন করবে বিএনপি। ঢাকা মহানগরীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক ঘণ্টার এ মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলবে এ মানববন্ধন কর্মসূচি। এ বিষয়টিও পুলিশকে অবহিত করা হয়েছে বলে সাংবাদিকদের জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি আরো বলেন, আজ কেন্দ্রীয়ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সারা দেশে অবস্থান কর্মসূচি পালিত হবে।মন্তব্য