kalerkantho


দে‌শে গণতন্ত্র না থাক‌লে সুষ্ঠু নির্বাচন হ‌তে পা‌রে না : খসরু

কালের কণ্ঠ অনলাইন   

২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:০৬দে‌শে গণতন্ত্র না থাক‌লে সুষ্ঠু নির্বাচন হ‌তে পা‌রে না : খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান নির্বাচ‌ন ক‌মিশ‌নের দে‌শের জনগণ কা‌ছে সুষ্ঠু নির্বাচন পাওয়ার প্রত্যাশা কর‌ছে না। কারণ এক দল বড় বড় সমা‌বেশ কর‌বে, নির্বাচনী প্রচার চালা‌বে আর এক দল ঘ‌রে ব‌সেও আলোচনা সভা কর‌তে পার‌বে না, এটা কে গণতন্ত্র ব‌লে না। আর দে‌শে গণতন্ত্র না থাক‌লে সুষ্ঠু নির্বাচন হ‌তে পা‌রে না।

আজ শ‌নিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউ‌ঞ্জ‌ে ঢাকা ফোরাম এর উ‌দ্যো‌গে ‘বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রের অংশীদার’ শীর্ষক গোল‌টে‌বিল আলোচনা সভায় তি‌নি এ কথা ব‌লেন।
 
খসরু ব‌লেন, বর্তমান সরকার দে‌শে সংক‌টের দোহাই দি‌য়ে সং‌বিধান প‌রিবর্তন ক‌রে‌ছে। যার কার‌ণে দেশে একদ‌লীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সংস‌দও তাই একদলীয় হ‌য়ে‌ গেছে।

তি‌নি আরো ব‌লেন, একটি ‌দে‌শের সং‌বিধান বা গণতন্ত্র এক‌টি গোষ্ঠী বা এক‌টি দ‌লের জন্য নয়। কিন্তু বর্তমান সরকার এক দ‌লীয় শাসন কা‌য়েম ক‌রে দে‌শে গণতন্ত্র শুধু তারাই ভোগ কর‌ছে।

সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ ব্যাংক এর সা‌বেক গভর্নর সালেহ উদ্দিন আহ‌মেদ, গণস্বাস্থ্য কেন্দ্রর প্র‌তিষ্ঠাতা ড. জাফরউল্লাহ চৌধুরী, আবুল হাসান প্রমুখ।মন্তব্য