kalerkantho


সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন

কালের কণ্ঠ অনলাইন   

৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৩৭সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন

সাত ঘণ্টা পর সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার বিকেল সাড়ে চারটায় সার্কিট হাউজে পৌঁছান তিনি। এর আগে সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে রওনা হন তিনি।

জানা গেছে, সিলেট সার্কিট হাউসে কিছু সময় বিশ্রামের পর বিকেলে খালেদা জিয়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

আরো জানা গেছে, খালেদার সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা।

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেবেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। এ রায়ের আগে বাংলাদেশের দুই আদি মুসলিম দরবেশের মাজার জিয়ারতে গেলেন তিনি।মন্তব্য