kalerkantho


ডিএনসিসিতে প্রার্থী দেবে না জামায়াত

কালের কণ্ঠ অনলাইন   

৯ জানুয়ারি, ২০১৮ ০৫:০৫ডিএনসিসিতে প্রার্থী দেবে না জামায়াত

উত্তর সিটিতে (ডিএনসিসি) উপ-নির্বাচনে ২০ দলীয় জোট শরিক জামায়াতে ইসলামী প্রার্থী প্রত্যাহার করে নেবে। জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে সোমবার রাতে জোট নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গত ৩ জানুয়ারি ঢাকা উত্তর সিটিতে আমির ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিনকে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিল ২০ দলীয় জোটের শরিক জামায়াত।

বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘শিডিউল প্রকাশের আগে অনেকেই মনোনয়নপ্রত্যাশী হতে পারেন। তবে খালেদা জিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যে প্রার্থী মনোনয়ন দেবেন, তাঁর পক্ষেই জোটের শরিক হিসেবে জামায়াতে ইসলামী থাকবে।’

তিনি আরো জানান, বৈঠকে খালেদা জিয়ার মামলা নিয়ে আলোচনা হয়। জোট নেতারা বলেছেন, বিএনপিপ্রধানকে মাইনাস করে কোনো নির্বাচন হবে না। সে নির্বাচনে কেউ অংশও নেবে না।

তিনি জানান, চলতি মাসে একটি আইনজীবী সমাবেশ এবং আরেকটি আলেম-উলামা সমাবেশ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।মন্তব্য