kalerkantho


এলজিআরডিমন্ত্রী

এ বছর অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে

নিজস্ব প্রতিবেদক   

২ জানুয়ারি, ২০১৮ ০২:৪৯এ বছর অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে

খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ২০১৮ সাল খুবই গুরুত্বপূর্ণ। এ বছর অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

গতকাল সোমবার সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধীন দপ্তর ও সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব বলেন। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরূহা সুলতানা, স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব ইকরামুল হক (অতিরিক্ত সচিব), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে আমরা অনেক দূর এগিয়েছি। আন্তরিকতার সঙ্গে সুষ্ঠুভাবে কাজ করলে ২০১৮ সালের মধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারব।'

মন্ত্রী তাঁর মন্ত্রণালয় ও অধীন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, 'এ মন্ত্রণালয় দেশের উন্নয়ন কর্মকাণ্ডের প্রায় ৮০ শতাংশের ভাগীদার।'মন্তব্য