kalerkantho


ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন খালেদা জিয়া

কালের কণ্ঠ অনলাইন   

৩১ ডিসেম্বর, ২০১৭ ১৯:৪৮ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন খালেদা জিয়া

ফাইল ছবি

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২ জানুয়ারি ছাত্র সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া। এছাড়া ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১ জানুয়ারি বিকেল ৩টায় সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সমাধিতে ফুলে দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

উল্লেখ, ১৯৭৮ সালে ১ জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মন্তব্য