kalerkantho


রংপুরে আ. লীগের হারের কারণ খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

কালের কণ্ঠ অনলাইন   

২৪ ডিসেম্বর, ২০১৭ ০৩:৫০রংপুরে আ. লীগের হারের কারণ খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হারের কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের কেন্দ্রীয় নেতাদের সারা দেশে রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে দলের সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা যায়, সভায় রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পরাজয়ের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের প্রার্থীর অবস্থা ভালো ছিল না। বিজয়ী হতে পারবে না সেটা বোঝা যাচ্ছিল। সেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু এতো ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার কারণ কি? কোথায় কি সমস্যা ছিল এটা খতিয়ে দেখতে হবে।মন্তব্য