kalerkantho


রাতে খালেদার সাথে দলের ভাইস চেয়ারম্যানদের বৈঠক

কালের কণ্ঠ অনলাইন   

১৮ নভেম্বর, ২০১৭ ১২:২৫রাতে খালেদার সাথে দলের ভাইস চেয়ারম্যানদের বৈঠক

দেশের চলমান পরিস্থিতি এবং সংগঠনের কার্যক্রম জানতে দলের ভাইস চেয়ারম্যানদের বৈঠকে ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার রাত সাড়ে ৮টায় তার গুলশান কার্যালয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বেগম জিয়া দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে বৈঠক করে দেশ ও দলের পরিস্থিতি সম্পর্কে জানছেন। এসব সাংগঠনিক বৈঠক।

আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি

প্রসঙ্গত, গত বুধবার রাতে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন বেগম জিয়া। গত রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পর দলের সিনিয়র নেতাদের সাথে আজ বৈঠকে বসবেন তিনি। খুব শিগগিরই দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথেও বৈঠক করবেন বলে জানা গেছে।

 মন্তব্য