kalerkantho


তারেক রহমানের জন্মদিনে বিএনপির দুইদিনের কর্মসূচি

কালের কণ্ঠ অনলাইন   

১৬ নভেম্বর, ২০১৭ ২২:২০তারেক রহমানের জন্মদিনে বিএনপির দুইদিনের কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুইদিনব্যাপী কর্মসূচি দিয়েছে দলটির নেতা কর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনের দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‌আগামী ২০ নভেম্বর তারেক রহমান সাহেবের ৫৩তম জন্মদিন। দিবসটি পালনে বিএনপি কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ২০ নভেম্বর সারাদেশে মহানগর জেলা সদরে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা এবং ২৫ নভেম্বর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশনে আলোচনা সভা।

এছাড়াও আগামী ২৫ নভেম্বর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স তারেক রহমানের রাজনৈতিক জীবনের উপর আলোচনা সভার আয়োজন করবে দলটি। আলোচনা সভায় দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।মন্তব্য